হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় আজ রোববার বিধানসভা নির্বাচন। এ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক পারাপার।
নির্বাচনের দিন অনুপ্রবেশ ঠেকাতে হিলিসহ পার্শ্ববর্তী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাশাপাশি অন্যান্য আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকার।
আজ তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি জেলায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই পাঁচটি জেলায় কংগ্রেস-বামফ্রন্ট জোট, বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ বেশ কয়েকটি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি সিপি ক্যাম্পের সুবেদার আবদুল মান্নান জানান, ভারতে ভোটের কারণে সীমান্তে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ অংশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন বলেন, ‘এ ব্যাপারে ভারত হিলির ব্যবসায়ীরা আমাদের কাছে একটি পত্র পাঠিয়েছেন। রোববার বিধানসভা ভোটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। তাই আজ দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি করা হবে না। তবে সোমবার থেকে যথারীতি কার্যক্রম চলবে।’