নবীগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মিছিল
পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাবাসী। নিয়মিত বিদ্যুতের দাবিতে আজ রোববার সকালে বিশাল মিছিল বের করে তারা। মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুতের কার্যালয়ে স্মারকলিপি দেয় নবীগঞ্জের সচেতন যুবসমাজ।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বরাবর ওই স্মারকলিপি দেওয়া হয়। সাতদিনের ভেতরে পল্লী বিদ্যুতের সব সমস্যা সমাধান না হলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী যুবসমাজের নেতারা।
আন্দোলনকারীরা জানান, নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে উপজেলার ৩৫৫টি গ্রামে প্রতিদিনই পল্লীবিদ্যুতের ভেলকিবাজী ও ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এতে এইচএসসি পরীক্ষার্থীদের যেমন পরীক্ষার প্রস্তুতিতে বিরাট ক্ষতি হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেণিপেশার মানুষ পড়েছেন বিপাকে। পল্লী বিদ্যুতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এখন নবীগঞ্জের মানুষকে নিয়মিত ভোগাচ্ছে। সুস্পষ্ট কোনো কারণ ছাড়াই কয়েক মাস ধরে প্রতিদিন পল্লী বিদ্যুতের হয়রানির কারণে জনমনে বাড়ছে ক্ষোভ। এ জন্য কর্তৃপক্ষের উদাসীনতা, দায়িত্বহীনতা ও মান্দাতার আমলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা।
সচেতন যুবসমাজের এই মৌন মিছিলে কয়েকশ গ্রাহক অংশ নেন। স্মারকলিপির অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্লী বিদ্যুতের ডিজিএমসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।