শিশু আবতাহীর খুনিদের ফাঁসির দাবিতে হাকিমপুর উত্তাল
শিশু আবতাহী আল রশীদকে অপহরণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা। হত্যার ঘটনার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃতদের ফাঁসির দাবিতে আজ রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে হাকিমপুর পৌরসভা।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হিলি স্থলবন্দরের চারমাথায় এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য দেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশফিকুর রহমান চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।
গত সোমবার হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদের শিশুপুত্র আবতাহীকে প্রতিবেশী সামিউল অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আবতাহীকে গলা টিপে হত্যা করে। পরেরদিন পুলিশ শিশু আবতাহীর বস্তাবন্দি লাশ সামিউলের বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় সামিউল ও তার বাবা আমজাদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই থানায় তিনজনকে আসামি করে মামলা করে আবতাহীর বাবা মামুনুর রশীদ আজাদ।