অধ্যক্ষ শামসুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার। তিন বছর আগে এই দিনে তিনি ইন্তেকাল করেন।
শামসুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার গফরগাঁওয়ের গয়েশপুরে মরহুমের বাড়িতে দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের সানকিপাড়া ফজলুল হক এতিমখানায় এতিমদের মধ্যে খাবার পরিবেশন, দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে আসিফ মিনহাজ সেতু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।