সন্ধ্যা নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সন্ধ্যা নদী থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
নিহত সুস্মিতা মুখার্জি (১২) পটুয়াখালীর বাউফল উপজেলার তপন মুখার্জির মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে নেসারাবাদে তার মামার বাড়ি বেড়াতে এসেছিল।
সুস্মিতার মামা উপজেলার সোহাগদল ইউনিয়নের গনমান গ্রামের দুলাল কৃষ্ণ জানান, কয়েকদিন আগে সুস্মিতা মামাবাড়ি বেড়াতে আসে। আজ সকাল সাড়ে ৯টার দিকে সে বাড়ির কাছে বড়বাড়ি এলাকায় সন্ধ্যা নদীর তীরে ঘুরতে যায়।
কোনো এক সময় সে নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে ৩ ঘণ্টা পর সুম্মিতার লাশ উদ্ধার করে বলে জানান তার মামা।