আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হলো।
২০০৫ সালের ২৭ এপ্রিল ৭৯ বছর বয়সে মারা যান আওয়ামী লীগের এই নেতা।
আজ বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আবদুস সামাদ আজাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্যরা। এ ছাড়া শ্রদ্ধা জানান দলের নেতা-কর্মীরাও।
এ সময় আব্দুস সামাদ আজাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন উপস্থিত সবাই। তাঁকে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বনানী কবরস্থানে আসেন। তাঁরা দলের জন্য আবদুস সামাদ আজাদের অবদানের কথা স্মরণ করেন।
১৯২৬ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন আবদুস সামাদ আজাদ। ১৯৪০ সালে সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি হিসেবে রাজনীতিতে প্রবেশ তাঁর। রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার কারাবরণও করতে হয়েছে তাঁকে।
১৯৭১ সালের ডিসেম্বর মাসে মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান আবদুস সামাদ আজাদ। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের কৃষিমন্ত্রী ছিলেন তিনি।