নিজ জন্মস্থানে শের-ই-বাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যদিয়ে নিজ জন্মস্থান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে রেজাউল করিম কারিগরি কলেজ মাঠে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আজিজ রহিম। শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আলহাজ কে এম আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী এনায়েত হোসেন বাচ্চু, সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ও কাউখালী চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান।
অনুষ্ঠানে বক্তারা পদ্মাসেতুর নামকরণ শের-ই-বাংলার নামে করার দাবি জানান। এ ছাড়া তাঁর জন্মস্থানটিতে একটি জাদুঘর ও জন্মভিটা সংরক্ষণের দাবিও জানান তাঁরা।