দিনাজপুরে ছাত্রীর শ্লীলতাহানি, প্রভাষকের বাড়ি ঘেরাও
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আশিষ কুমার রায়কে আটক করে পুলিশ।
এর আগে ওই শিক্ষকের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। একপর্যায়ে বীরগঞ্জ-ঠাকুরগাঁও ও বীরগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করে রাখে।
বীরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আশিষ কুমার রায়ের বীরগঞ্জ পৌরসভার বীরগঞ্জ বাজারের বাসভবন ঘেরাও করে এলাকাবাসী। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে। দুই ঘণ্টা অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলম হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন (ক্রাইম) অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাত ১১টার দিকে ওই শিক্ষককে আটক করার পর সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, জনরোষ ঠেকাতে রাতেই অভিযুক্ত প্রভাষক আশিষ কুমার রায়কে দিনাজপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।