টাঙ্গাইলে দর্জি হত্যা মামলা ডিবিতে স্থানান্তর
টাঙ্গাইলের গোপালপুরে দর্জিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ মামলাটি ডিবির কাছে স্থানান্তর করে।
গতকাল রাতে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
হত্যার ঘটনায় আটক ব্যক্তিরা হলেন গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি বাদশা মিয়া, স্থানীয় এক মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম ও স্থানীয় ঝন্টু মিয়া নামের একজন।
অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর) সার্কেল আসলাম খান আরো জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র (৫০) ডুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তাঁর কাপড়ের দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক গিয়ে নিখিলকে তাঁর দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতি কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়।
ব্যাগের ভেতর কয়েকটি ককটেলসদৃশ বস্তু রয়েছে।
খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে।
এলাকাবাসী জানান, ২০১২ সালে নিখিল স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে তর্কের সময় হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছিলেন। পরে এলাকায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। সে সময় পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছিল।