নাটোরে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
নাটোরে আবদুর রাজ্জাক নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে ইয়াছিনপুর রেলস্টেশনে রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ সময় আবদুর রাজ্জাকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
নাটোর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী আবদুর রাজ্জাক সদর উপজেলার ইয়াছিনপুর এলাকায় পুকুর লিজ নিয়ে মাছের চাষ করতেন। গতকাল সোমবার সন্ধ্যায় পুকুরে মাছ দেখতে গিয়ে আর ফেরেননি রাজ্জাক। আজ সকাল ৭টার দিকে ইয়াছিনপুর রেলস্টেশনে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আবদুর রাজ্জাকের লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।