নাটোরে চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযান শুরু
১০ হাজার ৮৯৪ টন গম ক্রয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার থেকে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযান।
জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, প্রতি কেজি ২৮ টাকা দরে কৃষকদের কাছ থেকে এ গম সংগ্রহ করা হবে।
দুপুরে নাটোর সদর খাদ্যগুদামে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।