ফেনী প্রেসক্লাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ফেনী প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। ফোরামের সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদারের সভাপতিত্বে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ফেনী প্রেসক্লাবে বর্বরোচিত হামলার ঘটনাটিকে পুলিশ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপর একটি মিথ্যা মামলা নিয়েছে। এ অবস্থায় মামলার তদন্ত ভবিষ্যৎ নিয়ে তাঁরা সংশয় প্রকাশ করেন।
এ সময় পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, কিছু অপরাধীকে রক্ষা করতে গিয়ে অপরাধ প্রবণতাকে উসকে দেওয়া যাবে না। অবিলম্বে মামলাটি বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা।
একই সাথে জড়িত সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
গত সোমবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে প্রবেশ করে ক্লাব সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় আরো চার সাংবাদিক আহত হন।
একই দাবিতে আগামী রোববার ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবাদ সভা ও সোমবার জেলার সব সাংবাদিককে নিয়ে শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করা হয়।