ফেনীতে আ. লীগ ৬, বিএনপি ১
ফেনীর সদরের তিনটি ও ছাগনাইয়া উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছয়টিতে এবং একটিতে বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছে।
আজ শনিবার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এর মধ্যে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে বিএনপির রবিউল হক মাহবুব জয়ী হয়েছেন। এ ছাড়া বাকি ছয়টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে আবদুল হাই সেলিম, মহামায়া ইউনিয়নে গরিব শাহ বাদশা, ঘোপাল ইউনিয়নে আজিজুল হক মানিক, সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে মোশারফ হোসেন টিপু, ধলিয়া ইউনিয়নে মুন্সি খায়রুল ইসলাম, লেমুয়া (সদর) ইউনিয়নে মোশারফ হোসেন নাছিম।
এ ছাড়া ছাগলনাইয়ায় একজন এবং সদর উপজেলায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁরা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।