ছুরিকাঘাতে এটিএম বুথের নিরাপত্তারক্ষী নিহত
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রংপুরে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম অতুল চন্দ্র। তিনি পূবালী ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করতেন।
গতকাল রোববার রাতে নগরীর লালবাগ এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, রংপুর পূবালী ব্যাংকের শাপলা চত্বর এটিএম বুথের নিরাপত্তাকর্মী অতুল চন্দ্র গতকাল রাতে বাইসাইকেলে করে নগরীর মডার্ন এলাকায় তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায়। পথচারীরা অতুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।