ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ
ঠাকুরগাঁও জেলা বিএনপির সংবাদ সম্মেলন
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারচুপি ও ফলাফল পাল্টে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
আজ সোমবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল বিজয়ী হলেও ওই ইউনিয়নের আ. লীগের মনোনীত পরাজিত প্রার্থী অনীল কুমার সেনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর প্রতিবাদ জানিয়ে বিষয়টি সমাধান করতে নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান ওবায়দুল্লাহ মাসুদ।