মসজিদে ঢুকে চাচা-ভাতিজাকে কোপাল দুর্বৃত্তরা
পিরোজপুর পৌরসভার ভাইজোড়া এলাকার শিকদারবাড়ী মসজিদে ঢুকে দুজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—বাচ্চু শিকদার (৪২) ও তাঁর ভাতিজা মামুন শিকদার (২৮)।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন ভাইজোড়া এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে জালাল ও নজরুল ইসলাম হাওলাদারের ছেলে সোহেল।
স্থানীয় কিছু লোকের ভাষ্য, গতকাল সকালে ভাইজোড়া এলাকার যুবক রাসেলকে জুয়া খেলতে নিষেধ করেন মামুন। এর জের ধরে গতকাল রাতে সাত-আটজনকে সঙ্গে নিয়ে মামুনের ওপর হামলা চালায় রাসেল। এ হামলা থেকে বাঁচতে মামুন ওই মসজিদে আশ্রয় নেন। কিন্তু সেখানে গিয়েও রাসেল ও তার দলের লোকজন মামুনকে কোপায়। পরে মামুনকে বাঁচাতে গেলে তাঁর চাচা বাচ্চুকেও কোপায় রাসেল ও তার সঙ্গে থাকা লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় আহত বাচ্চু শিকদারের বড় ভাই জাহাঙ্গীর শিকদার বাদী হয়ে গত রাতে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।