যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
যৌতুকের জন্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে।
আজ শনিবার সকালে উপজেলার কালুপুকুর গ্রাম থেকে গৃহবধূ সেলিনা বেগমের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আটকরা হলেন গৃহবধূর স্বামী মন্টু মিয়া, শ্বশুর মো. ইসরাইল ও শাশুড়ি মনোয়ারা বেগম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান দাবি করেন, আজ সকালে সেলিনা বেগমকে যৌতুকের জন্য মন্টু ও তাঁর বাবা-মা মারধর করেন। এতে তিনি মারা যান। পরে এলাকাবাসী এসে থানায় খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের ভাই শাহানুর হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।
এলাকাবাসী জানায়, সেলিনা বেগমের দুটি মেয়েসন্তান রয়েছে।