অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, আহত ৩
ভোলার তজুমদ্দিন উপজেলায় অটোরিকশার চাপায় জাহিদ (১০) নামের এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কের মুচিবাড়ির কোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহেনপুর গ্রামের মো. নুরে আলমের ছেলে। আহতরা হলেন কামাল (৪৮), জামাল (২৭) ও আমজাদ (২৮)। তাঁদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন বলেন, বিকেলে কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কের মুচিবাড়ির মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে ধাবমান একটি অটোরিকশা শিশু জাহিদকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। আহতরা দুর্ঘটনাকবলিত অটোরিকশার যাত্রী ছিল। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।