হিলিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
দিনাজপুরের হিলিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বাধীন হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্বাধীন উপজেলার বৈগ্রামের মছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দাস জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান ট্রেনটি লোহাচড়া এলাকায় পৌঁছালে স্বাধীন চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
কয়েকজন গ্রামবাসী জানান, স্বাধীন দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন।