ঠাঁকুরগাঁওয়ে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পয়গাম আলীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে প্রতিপক্ষ।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২০-২৫ জন ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থীর কার্যালয়ে হামলা চালায়।
এলাকাবাসী অভিযোগ করে জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও এর চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ছাড়া অফিসের পাশে মনসুর আলীর মুদি দোকান ও নুরুল আমিনের বাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় বিএনপির প্রার্থী পয়গাম আলী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।