অপকর্মে জড়িতরা আ.লীগের কমিটিতে থাকবেন না
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে মনোনয়ন-বাণিজ্যসহ নানা অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতা জড়িত, তাঁদের কেউই দলের পরবর্তী কমিটিতে জায়গা পাবেন না।
আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মুহুরীগঞ্জে ফেনী নদীর ওপর নির্মিত মুহুরী সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
সারা দেশে চলমান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যসহ বিভিন্ন প্রশ্ন ওঠা প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গত সম্মেলন থেকে এ সম্মেলন পর্যন্ত সবার কার্য, সবার কর্মকাণ্ড, সবার আচরণ এগুলো কিন্তু নেত্রীর নলেজে আছে। সব ইনফরমেশনই তিনি জানেন। যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে অপকর্মের সঙ্গে জড়িত, যারা অকর্মণ্য ছিল, যারা দলে কোনো সক্রিয় ভূমিকা রাখেনি, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এমন ধরনের লোকজনকে আওয়ামী লীগের সম্মেলনে পুরস্কৃত করা হবে না। অপকর্মের সঙ্গে জড়িত কেউই আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পাবে না।’
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা আমরাই সমাধান করব। কোনো বিদেশি শক্তির মধ্যস্থতার প্রয়োজন আমাদের নেই।’
চার লেনের কাজ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে সৌন্দর্যবর্ধনসহ আনুষঙ্গিক কাজ শেষ হবে। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার লেনের উদ্বোধন করবেন।
সেতু উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।