দিনাজপুরে বিএনপি প্রার্থীদের হুমকি, প্রচারে বাধার অভিযোগ
দিনাজপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের হুমকি-ধমকি, প্রচারে বাধা ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন।
লিখিত বক্তব্যে মুরাদ হোসেন বলেন, আগামী ২৮ মে দিনাজপুর সদরের ১০টি এবং বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন। নির্বাচনে বিএনপি প্রার্থীদের প্রচারে বাধা এবং নেতাকর্মীদের পুলিশি হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেও এর প্রতিকার হচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সদর উপজেলার ২ নম্বর সুন্দরপুর ইউপি, ৩ নম্বর ফাজিলপুর ইউপি, ৪ নম্বর শেখপুরা ইউপি, ৫ নম্বর শশরা ইউপি, ৬ নম্বর আউলিয়াপুর ইউপি, ৭ নম্বর উথুরাইল ইউপি, ৮ নম্বর শংকরপুর ইউপি ও ১০ নম্বর কমলপুর ইউপির বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে থেকে সব দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।