‘আ. লীগের লোকজন মিছিল নিয়ে এসে হামলা চালায়’
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান সিকদার মিঠুর ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকানের ব্যবস্থাপককে মারধর করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক তারিকুল ইসলাম সেন্টু জানান, বিকেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর ৪০-৫০ জন কর্মী-সমর্থক মিছিল বের করে। এ সময় পাঁচপাড়া বাজারে কামরুজ্জামান সিকদার মিঠুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
হামলার ছবি ধারণ করতে গেলে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন সেন্টু।
তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহীদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কর্মী-সমর্থকরা টমটমে করে আসার সময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক ক্যামেরায় ভিডিও ধারণ করছিলেন। এ নিয়ে ব্যবস্থাপকের সঙ্গে আমার কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি হয়। কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠানে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।