প্রধান শিক্ষককে হেনস্তা
ফেনীতে কান ধরে মানববন্ধন কর্মসূচি
নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হেনস্তায় এক বিক্ষোভ মিছিল বের করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনী জেলা শাখা। মিছিলের পর কানে ধরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার দুপুরে ফেনী শহীদ মিনারে কান ধরে মানববন্ধনের সময় বক্তারা এমপি সেলিম ওসমানের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সংগঠনের ফেনী শাখার সভাপতি প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপনের সঞ্চালনায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং কান ধরে মানববন্ধনে অংশ নেন ও বক্তব্য রাখেন।