ঠাকুরগাঁওয়ে নতুন চেয়ারম্যান ও সদস্যদের শপথ
ঠাকুরগাঁওয়ে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করানো হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ২১টি ইউনিয়নের ২১জন চেয়ারম্যান, ১৮৯ জন সাধারণ সদস্য ও ৬৩ জন সংরক্ষিত সদস্য উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন।
এ সময় পুলিশ সুপার ফয়সাল আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী ও তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।