প্রতিবাদে ট্রাকে আগুন, ১০টি যানবাহন ভাঙচুর, মহাসড়ক অবরোধ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আজ সোমবার ট্রাকের চাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে। ভাঙচুর করেছে অন্তত ১০টি যানবাহন। তারা প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত ইমদাদুর রহমান দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা ইমদাদুর রহমান বাড়ি যাওয়ার জন্য বিদ্যালয়ের গেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। দুর্ঘটনার খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, জনগণ রাস্তা অবরোধ করে রাখায় উভয় দিকে অসংখ্য গাড়ি আটকা পড়ে। রাত ৮টার দিকে প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি সামাল দিলে যান চলাচল স্বাভাবিক হয়।