ভোলায় যুবককে পেট কেটে হত্যা
ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামে মো. মাকসুদ আলম (৩৫) নামের এক যুবককে পেট কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
মাকসুদ আলম চরফ্যাশনের জাহানপুর বাজারে দিনমজুর হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি কোথায়, তা জানা যায়নি। হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মাকসুদের স্ত্রী নাজমা জানান, খোরশেদ আলমের ছেলে মাকসুদ আলম এক যুগ ধরে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, নিহত মাকসুদ আলম জাহানপুর বাজারে দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে গতকাল গভীর রাতে তিনি বাড়ি যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পেট কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। আজ (মঙ্গলবার) সকালে স্থানীয়রা মাকসুদ আলমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আবুল বাশার জানান, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধ করে পরে পেট কেটে মৃত্যু নিশ্চিত করা হতে পারে। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।