হাতে থাকা অস্ত্র দিয়েই দুর্বৃত্তকে কোপালেন স্থানীয়রা
নাটোরে এক যুবককে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে এক দুর্বৃত্ত। পরে তার অস্ত্র দিয়েই তাকে কুপিয়ে আহত করেন স্থানীয় লোকজন।
আজ বৃহস্পতিবার সকালে শহরতলির দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ইসমাইল নামের এক যুবককে কুপিয়ে জখম করে স্থানীয় মাসুদ মণ্ডল। ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন মাসুদকে ধাওয়া করতে শুরু করেন। একপর্যায়ে তাকে ধরে ফেলেন তাঁরা। পরে মাসুদের হাতে থাকা অস্ত্র দিয়েই তাকে কুপিয়ে আহত করা হয়।
পরপর আহত দুজনকেই প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত দুজন সুস্থ হওয়ার পর তাঁদের কাছ থেকে আসল তথ্য পাওয়া যাবে।