হবিগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় স্কুলছাত্র নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় স্কুলছাত্র মনির হোসেন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে।
ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান অাজ রোববার সন্ধ্যায় বিজয় মিছিল নিয়ে রামশ্রী গ্রামে মতবিনিময় সভা করতে যান। পথে রামশ্রি-করিমপুর সড়কে পৌছামাত্র আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন মিছিলে হামলা চালায়।
এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় স্থানীয় শ্রীকুটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মনির হোসেন গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানও আহত হয়েছেন। নিহত মনির হোসেন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আরজু মিয়ার পুত্র।
সংঘর্ষ চলাকালে ওই সড়কে চলাচলকারী টমটম, সিএনজি অটোরিকশা ও মিনি ট্রাকসহ প্রায় ২০টি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বিএনপির চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের বিজয় মিছিল থেকে আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক স্লোগান ও ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।