বিএনপিকে স্বাগত : কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বোমাবাজি ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিএনপিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুরে চার লেনবিশিষ্ট সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে তাদের জনবিচ্ছিন্ন করছে, বিলম্বে হলেও এটা যদি তাদের বোধোদয় হয়ে থাকে। তাহলে এটা ভালো, আমরা স্বাগত জানাই।’ রাজনীতির স্বাভাবিক ও বাস্তবতার পথ ধরে বিএনপির নেতারা হাঁটবেন বলে আশা করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার আইনের সীমা লঙ্ঘন করে কোনো স্টেপই (পদক্ষপ) নেয়নি। এটা গ্রেপ্তারি পরোয়ানা বলুন, যা-ই বলুন, আইনের পথ অনুসরণ করেই সরকার বিষয়টিকে হ্যান্ডেল (পরিচালনা) করেছে ঠান্ডা মাথায়।’
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নয়টি সিটি করপোরেশন যেভাবে এ সরকারের আমলে শান্তিপূর্ণ হয়েছে, অবাধ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আসন্ন চট্টগ্রাম এবং ঢাকা উত্তর, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও আগের মতোই সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।’
সড়ক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তা।