দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট বিশ্ববিদ্যালয়ছাত্র, অবরোধ ও সংঘর্ষ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাসে ওঠার সময় পা পিছলে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার বিভাগের লেভেল-২ ও সেমিস্টার ১-এর ছাত্র। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সামনে মীর মনিরুজ্জামান নামে এক ছাত্র বাসে ওঠার সময় পা পিছলে চাকায় পিষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। পুলিশ অবরোধ তুলে নিতে বললে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশ কমপক্ষে ২৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বলে জানান ওসি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা চলছিল।