দিনাজপুর থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
নৌপরিবহনমন্ত্রী শাজহান খানের আশ্বাসে আজ সন্ধ্যা থেকে দিনাজপুর থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পাঁচদিন ধরে ঢাকার সঙ্গে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার বাস চলাচল বন্ধ ছিল।
পাঁচদিন ধরে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। তারা এক প্রকার জিম্মি হয়ে যায় মোটর পরিবহন শ্রমিক ও মালিকদের কাছে।
বেতন-ভাতা নিয়ে হানিফ এন্টারপ্রাইজের মালিকের সঙ্গে শ্রমিক-কর্মচারীদের দ্বন্দ্বের জের ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।