বাজারে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত বৃদ্ধ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মো. আবদুস সাত্তার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সাত্তার উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, আবদুস সাত্তার সকালে কবিরাজহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি পণ্যবাহী ট্রাক আবদুস সাত্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।