দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার’ গুলিবিদ্ধ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ‘ডাকাত’দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে তারা দাবি করেছে। এই সময় বন্দুকযুদ্ধ শুরু হলে পালানোর সময় ডাকাতদলের সর্দার গুলিবিদ্ধ হয়।
আজ শুক্রবার ভোররাতে ফুলবাড়ীর বেতদিঘী ইউনিয়নের জাঙ্গালের ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, আহত সাইফুল ইসলাম ডাকাতদলের সর্দার। তার বাড়ি ফুলবাড়ীর আদমপুর গ্রামে। ডাকাতদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী জানান, বৃহস্পতিবার রাতে ডাকাতসর্দার সাইফুল ইসলামকে আটক করা হয়। তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও অন্য সঙ্গীদের গ্রেপ্তার করতে রাতে অভিযান চালানো হয়। ভোর রাতে উপজেলার জাঙ্গালের ব্রিজ নামক স্থানে গেলে সাইফুল ইসলামের দলের সদস্যরা পুলিশের গাড়ি আটক করে। তারা এলোপাতাড়ি পুলিশ সদস্যদের মারধর করে সাইফুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা ১০টি গুলি ছোড়ে। এ সময় সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ার সময় তার ডান পায়ে গুলি লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতদের হামলায় উপপরিদর্শক (এসআই) আক্কেল আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম মণ্ডল ও কনস্টেবল মিজানুর রহমান আহত হয়েছেন।
ওসি জানান, ডাকাতসর্দার সাইফুল ইসলামের নামে ফুলবাড়ী থানায় ছয়টি ডাকাতি মামলার ওয়ারেন্ট আছে। এ ছাড়া বিভিন্ন থানায় তার নামে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
আহত পুলিশ সদস্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ওসি মকছেদ।