রেলের পাশে সন্তানকে রেখে মায়ের আত্মহত্যা
দিনাজপুরের চিরিরবন্দরে চার মাসের শিশুসন্তানকে রেললাইনের পাশে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রেলস্টেশনের পশ্চিম পাশে কাঁকড়া সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম খাদিজা বেগম (২৫)। বেঁচে যাওয়া শিশু তামান্নাকে তার বাবা নিয়ে গেছেন।
খাদিজার বাবার বাড়ি আউলিয়াপুকুর ইউনিয়নের ছোট বাউল এলাকায় এবং শ্বশুরবাড়ি অমরপুর ইউনিয়নের পীরগঞ্জ এলাকায়। তাঁর স্বামী সামিউল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসার পথে চার মাস বয়সী মেয়েকে রেললাইনের পাশে রেখে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন খাদিজা বেগম।
নিহতের বাবা রশিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, আজ বিকেল ৪টায় মোবাইল ফোনে মেয়ের সঙ্গে ইফতারি প্রসঙ্গে কথা হয়েছে।
স্টেশনমাস্টার সহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই জিআরপি (রেলওয়ে) থানায় জানানো হয়েছে।
নিহতের শ্বশুরবাড়ির লোকজন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।