বিরামপুরে নির্বাচনের জেরে সংঘর্ঘ, গুলিবিদ্ধ ৪
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন চারজন।
আজ রোববার দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাউদপুরের সীমান্তবর্তী জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধরা হলেন নবনির্বাচিত ইউপি সদস্য মইনুল ইসলাম, তাঁর ভাবি জান্নাতুন ফেরদৌস মিমি, বুলু উদ্দিন কবিরাজ ও জোসনা বিবি।
এর মধ্যে জান্নাতুন ফেরদৌসকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যান্যরা বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, কাটলা ইউনিয়নে নির্বাচনের জের ধরে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী হাফিজ উদ্দিন ও বিজয়ী সদস্য মইনুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সেখানে পুলিশ ও মোতায়েন রয়েছে।
আহত ইউপি সদস্য মইনুল ইসলাম অভিযোগ করেন, পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী হাফিজ উদ্দিনের ছেলে মোস্তফা কামালের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর সমর্থকদের ব্যাপক মারপিট করা হয় এবং গুলি করা হয়। এ সময় চারজন গুলিবিদ্ধ হন।
তবে এ ব্যাপারে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী হাফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।