হামাগুড়ি দিতে দিতে পুকুরে, শিশুর মৃত্যু
দিনাজপুর সদর উপজেলার আশকরপুর ইউনিয়নের বোর্ডহাট বেকাহার গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. রসিন (১০ মাস) একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রসিন বেকাহার গ্রামের মিজানুর রহমানের ছেলে বলে স্থানীয়রা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শিশুটি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি হামাগুড়ি দিতে দিতে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, স্বজনরাই শিশুটির মরদেহ উদ্ধার করে।