ধানক্ষেতে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সুমন নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
সুমন গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পূর্ব মীরেরপাড়া গ্রামের মাইদুল ইসলামের ছেলে। সে পূর্ব মীরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল থেকে সুমন নিখোঁজ ছিল। আজ সকালে একটি ধানের ক্ষেতে কাদামাখা অবস্থায় সুমনের লাশ পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।