ঠাকুরগাঁওয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা, আহত ১১
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আড়াই মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়িতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের দানারহাট বাজারে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে চারজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় বেগুনবাড়িতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৯ মার্চ পঞ্চম ধাপে এই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও পরে এ এলাকায় এ পর্যন্ত চার বার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।