হাকিমপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
দিনাজপুরের হাকিমপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হিলি-বিরামপুর সড়কের উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকা থেকে এ সময় দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাউশগাড়া গ্রামের আবু নাঈম মো. ফারুকী আজম (২০) ও বাগদোড় গ্রামের মোজাহিদুল হক মার্তুল (২০) এবং ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম পূর্বপাড়ার হারুনুর রশীদের ছেলে আল গালিবুর রশীদ ওরফে গালিব(২৩)। তাঁদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, স্টেশন ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠের পাশে ১০ থেকে ১২ জন যুবক জমায়েত হয়ে হাকিমপুর এলাকায় নাশকতা করার পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে তাঁর নেতৃত্বে দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছোড়া ও ছয়টি বোমা উদ্ধার করা হয়েছে।
হাকিমপুর থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) আবু সায়েম তালুকদার জানান, দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে এই তিনজনকে আসামি করে আজ বুধবার হাকিমপুর থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। আসামিদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসআই মো. শরিফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।