বিরামপুরের সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি
অবশেষে বদলি করা হলো দিনাজপুরের বিরামপুর উপজেলার বিতর্কিত শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকারকে। গত ১৬ জুন বিরামপুর পৌর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়াকে শ্লীলতাহারি অভিযোগে তিন হাজার টাকা জরিমানা এবং সাতদিনের মধ্যে অন্যত্র চলে যাওয়ার মুচলেকা দিয়েছিলেন কাজল কুমার সরকার।
দিনাজপুর ও বিরামপুর শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৬ জুনের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর কাজল কুমারকে গত সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির নেতা, শিক্ষা কার্যালয়ের কর্মরত কয়েকজন ব্যক্তির অভিযোগ, কিছুদিন আগে খানপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের এক শিক্ষিকার বাড়িতে গিয়ে তাঁর স্বামী না থাকার সুযোগে ওই শিক্ষিকাকে যৌন হয়রানি করার চেষ্টা করে লাঞ্ছিত হয়ে চলে আসেন ওই শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া শিক্ষিকারা কোনো সমস্যায় পড়লে সুযোগ বুঝে অনৈতিক কাজের প্রস্তাব দিতেন ওই কর্মকর্তা। বিদ্যালয়ের সংস্কারকাজের বরাদ্দ ছাড়, শিক্ষকদের ইনক্রিমেন্ট, টাইমস্কেল, বদলি, পদায়নসহ বিভিন্ন কাজে সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) আবদুস সালাম ও শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না। সম্প্রতি এক শিক্ষিকাকে বদলির বিষয়ে এটিও আবদুস সালামের ঘুষ দাবির কথোপকথন নিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশের বিশেষ শাখা বিষয়টি তদন্ত করে।
শিক্ষক সমাজের দাবি, কাজল কুমার সরকারের মতো দ্রুত এটিও আবদুস সালামকে বদলি করা হলে বিরামপুর শিক্ষা কার্যালয় দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পাবে।