দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম বাবুল মিয়া (৪৫)। তিনি কিশোরগঞ্জের ঘাটাশিয়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি ট্রাক চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং আহত হন ট্রাকে থাকা আরো তিনজন।