জঙ্গিবাদ নিয়ে খেলা শুরু করেছে আ. লীগ
দমন নয়, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ দেশে ভয়ঙ্কর খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ‘জিয়া পরিষদ’ আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় ফখরুল এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে তাবেলা সিজার হত্যার প্রধান আসামি করে অভিযোগপত্র দেওয়ার উদ্দেশ্যই হলো মূল আপরাধীদের আড়াল করা। তিনি বলেন, তাবেলা হত্যার পরই বিএনপি জঙ্গিবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় কনভেনশন ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। এর ফলে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে জঙ্গিবাদকে নিয়ে যে খেলা আওয়ামী লীগ শুরু করেছে, আমরা তখনই বলেছিলাম যে, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে, আগুনই একদিন সমগ্র জাতিকে পুড়িয়ে মারবে। আজকে সে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি।’
‘এই ভয়ঙ্কর পথ থেকে সরে আসুন। এই আগুন নিয়ে খেলবেন না। বারবার বলেছি, চলে আসুন। ফিরে আসুন এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করুন।’