হাকিমপুরে গুচ্ছগ্রামের উদ্বোধন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালি বটতলী-১ গুচ্ছগ্রামের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ৪৬ লাখ টাকা ব্যয়ে সাড়ে চার একর জমির ওপর নির্মিত এ গুচ্ছগ্রামের উদ্বোধন করেন।
পরে ভূমিমন্ত্রী পালি বটতলী মাদ্রাসা মাঠে গুচ্ছগ্রামের ৩০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শরীফ বলেন, এ দেশের প্রতিটি ভূমি ও গৃহহীনদের ভূমি ও গৃহ দেওয়ার স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাস্তবায়িত হচ্ছে।
জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক, জাতীয় প্রকল্প পরিচালক (সিভিআরপি প্রকল্প) মাহবুব-উল-আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন হাকিমপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শুকরিয়া পারভীন, সহকারী পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান প্রমুখ।