সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মাহবুবসহ আহত ৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রীসহ চারজন আহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে একটি নসিমনের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান আজ বিকেলে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও থেকে দিনাজপুর ফিরছিলেন। পথে কাহারোল উপজেলার দশমাইল মোড়ে একটি নসিমনের সঙ্গে তাঁদের গাড়ি ধাক্কা খায়। এতে মাহবুবুর রহমান, তাঁর স্ত্রী নাগিনা মাহবুব, বিএনপি কর্মী জুয়েল ও গাড়ির চালক আহত হন। আহতদের দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির নেতারা তাঁদের দেখতে হাসপাতালে যান।
হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মাহবুব আলম জানিয়েছেন, মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রীসহ চারজন এখন শঙ্কামুক্ত রয়েছেন।