ঢাবি উপাচার্যের সই জাল, ছাত্রলীগ নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সই নকল করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ছাত্রলীগ নেতাসহ তিন ব্যক্তি।
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তির জন্য দুই শিক্ষার্থী কায়েস রহমান শাওন ও সিরাজ আহমেদ জয়ের অভিভাবকসহ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ছাত্র ও স্কুলবিষয়ক সম্পাদক দেবাশীষ শিকদার সিদ্ধার্থ অধ্যক্ষের কার্যালয়ে আসেন। এ সময় দেবাশীষের সঙ্গে ছিলেন ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম রহমান ও মিরাজ আহমেদ সেন্টু।
অধ্যক্ষের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সই করা সুপারিশসহ ভর্তির ফরম দেন দেবাশীষ। উপাচার্যের স্বাক্ষর দেখে অধ্যক্ষের সন্দেহ হয়। তিনি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে আসেন এবং বিষয়টি তাঁকে অবহিত করেন।
পরে উপাচার্য ছাত্রলীগ নেতা ও অভিভাবকদের অধ্যক্ষের কার্যালয়ে আটকে রাখার নির্দেশ দিয়ে ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদকে ব্যবস্থা নিতে বলেন। প্রক্টর অভিযুক্তদের আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
ছাত্রলীগ নেতা দেবাশীষ নাট্যকলা ও সংগীত বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
ঘটনার পরই ছাত্রলীগ থেকে দেবাশীষকে বহিষ্কার করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘অভিযুক্তদের হাতেনাতে আটক করে থানায় দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবাশীষের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থাও নেওয়া হবে। এ ছাড়া আটককৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে মামলার প্রস্তুতি চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ এনটিভি অনলাইনকে বলেন, ‘ছাত্রলীগে এসব আজেবাজে লোকের স্থান নেই। যারা আদর্শ থেকে বিচ্যুত, তাদের দলে থাকার অধিকার নেই। তাই সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সঙ্গে আলোচনা করে দেবাশীষকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, ‘সংগঠনবিরোধী কোনো কাজ করলে তাকে শাস্তি পেতে হবে।’