দিনাজপুরে পৌর কর্মকর্তাদের ইফতার মাহফিল
বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন দিনাজপুরে জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে জেল রোডস্থ ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ও সেতাবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রইচ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মিনহাজুল হক, ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মুরতুজা সরকার মানিক, বীরগঞ্জ পৌরসভার মেয়র মাও. মোহাম্মদ হানিফ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নির্বাহী প্রকৌশলী (অব.) মো. নুরল হুদা, গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌরসভা ডিপ্লোমা সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সহসভাপতি মো. মিনারুল ইসলাম খান, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. লাইছুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার ৯টি পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবি জানানো হয়। সভায় আরো জানানো হয়, বাংলাদেশে ৩২৪টি পৌরসভায় স্থায়ী কর্মচারী ১৬ হাজার।