ইফতার খাওয়া হলো না জামানের
ইফতার খাওয়া হলো না জামানের। ইফতার নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। চালক ও তাঁর সহকারী দুর্ঘটনার পর থেকে পলাতক। ঘটনাটি গতকাল রোববার ইফতারের ঠিক ১০ মিনিট আগে ঘটেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, দিনাজপুর শহরের উপকণ্ঠ বড়পুল নামক জায়গায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মো. জামান রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ট্রাক্টর তাঁকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মারা যান জামান। জামান শহর থেকে ইফতার কিনে বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্ত চালক-সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।