পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
কবি বন্দে আলী মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার পাবনার আটঘরিয়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আটঘরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন সহযোগী অধ্যাপক ড. এম আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক মো. আবদুস সাত্তার মিয়া, সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।
শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. রজব আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।