অস্ত্র উদ্ধার, হোটেল মালিক আটক
দিনাজপুরের হিলি সীমান্তে সিপি রোডে হিলি আবাসিক হোটেল থেকে অস্ত্র, গুলি ও ৫০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ সময় হোটেল মালিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক হোটেল মালিক আবদুল খালেক (৫৫)। তাঁকে হিলি সিটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এম আশরাফ আলী জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলি আবাসিক হোটেল থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি, এক কেজি গানপাউডার, আটটি ককটেল, ৫০ হাজার রুপি, দুটি চাপাতি ও চারটি কুড়াল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই হোটেল মালিককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান রাত ১১টার দিকে হিলি সিটি ক্যাম্পে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানা গেছে।